ময়মনসিংহের গফরগাঁওয়ে নানার বাড়ি বেড়াতে এসে নলকূপের পানি জমার গর্তে ডুবে সাড়ে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি উপজেলার সালটিয়া ইউনিয়নের কালাইপাড় গ্রামে ঘটে।
মৃত শিশুটির নাম জান্নাতুল ফেরদৌসি কোমল। সে পৌরসভার ৯ নং ওয়ার্ডের লাটিয়াবাড়ী এলাকার প্রবাসী আম্মান আলীর মেয়ে।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি তার মায়ের সঙ্গে সোমবার সকালে কালাইপাড় গ্রামের হাজী বাড়ি নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরের পর নানা বাড়ির উঠানে খেলাধুলার একপর্যায়ে সবার অগোচওে পানির গর্তে পড়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেও তাকে পাচ্ছিল না। বিকালের দিকে বাড়ির সামনে নলকূপের পানি জমার গর্তে শিশুটির লাশ ভেসে উঠে। সালটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হক ঢালী শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।