ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৯ নং পাঁচবাগ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান ফেরদৌস আহমেদ খান। তিনি বর্তমানে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক ও গফরগাঁও মহিলা কলেজের প্রভাষক। উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামের মাহতাব উদ্দিন খানের ছেলে প্রভাষক ফেরদৌস আহমেদ খান ইউপি নির্বাচনকে সামনে রেখে আগাম প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি নিয়মিত গণসংযোগ ও উঠান বৈঠক করছেন। গত শনিবার সন্ধ্যায় মধ্য লামকাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
পাঁচবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে এলাকায় সকল নেতা-কর্মীসহ সর্বস্তরের লোকজনকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, পাঁচবাগ ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক প্রভাষক ফেরদৌস আহমেদ খান।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন, ২ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি ফজর আলী ফালু, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আফজালুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ কাহার মাস্টার, আমিনুল ইসলাম মিনু মাস্টার, গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিম, পাঁচবাগ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সারোয়ার জাহান কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় প্রভাষক ফেরদৌস আহমেদ খান বলেন, আমি বঙ্গবন্ধুর আর্দশে উজ্জীবিত হয়ে ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। প্রিয় নেতা সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল মহোদয়ের হাতকে শক্তিশালী করতে এবং এলাকায় উন্নয়নের স্বার্থে সামনে পাঁচবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী হিসাবে সকলের কাছে সহযোগিতা ও দোয়া চাই।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা শামছুল হুদা পাঁচবাগী (রহঃ) সাহেবের পাঁচবাগ ইউনিয়নকে একটি আদর্শ আধুনিক মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো। ইনশাআল্লাহ।