রংপুরে ৪ দিন ব্যাপী উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত হয। রোববার বিকালে গ্রুপ রংপুর এর উদ্যোগে রংপুর পর্যটন মোটেলে রংপুরের বিভিন্ন হস্তশিল্প উদ্যোক্তাদের নিয়ে ১১ থেকে ১৪ই ফেব্রুয়ারী ৪ দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। মেলার মোট স্টল সংখ্যা ছিল ২৫টি। উদ্যোক্তা মেলা চলাকালিন সময়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি বিরোধী দলিয় চীফ হুইপ আলহাজ¦ মসিউর রহমান রাঙ্গা এমপি। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপ রংপুরের চেয়ারম্যান মোস্তাফিজুর রহামান লিখন, ব্যাবস্থাপনা পরিচালক জিনাত জাকিয়াতুর রায়হান, নির্বাহী পরিচালক সাদিয়া আনসারী ফাগুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।