বাগেরহাটের কচুয়ায় শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক। এ সময় বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কলেজের প্রতিষ্ঠাতা মীর শওকাত আলী বাদশা, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, কচুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুধাংকু শেখর অধিকারি, কলেজের অধ্যক্ষ নরেশ চন্দ্র রায়, কলেজের শিক্ষক কর্মচারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
মতবনিময় সভায় জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন, দেশ ও জাতির কল্যানের জন্য শিক্ষার কোন বিকল্প নেই। জাতিকে শিক্ষিত করে তুলতে আদর্শ শিক্ষক তৈরি করতে হবে। নিজেদেরকেও সৎ হতে হবে।একজন সৎ মানুষই পারে নিজের এবং সমাজের উন্নয়ন করতে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষাসহ সরকারের উন্নয়ন মুলক সকল কাজকে এগিয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।