জয়পুরহাটের ক্ষেতলালে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আনোয়ারা বেগম (৬৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে জানাগেছে। সে উপজেলার নশিরপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের স্ত্রী।
পরিবার সুত্রে জানাগেছে, ১৫ ফেব্্রুয়ারী সোমবার সকাল ১০টায় ফ্রিজ পরিস্কার করতে গিয়ে অসাবধানতা বসত বৈদ্যুতি তারে হাত পড়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়েছে। ক্ষেতলাল থানা কর্মকর্তা ইনচার্জ নিরেন্দ্রনাথ মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে আমরা জানি তবে কোন অভিযোগ হয়নি।