বাগেরহাট সদরের বারুইপাড়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সরদার ইমামুদ্দীন গাজী (রঃ) নামে মূল ভবনের 'নাম ফলক' আনুষ্ঠানিকভাবে স্থাপন করেন ওই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আয়ুব আলী ও ভাইস প্রিন্সিপাল মাওলানা গোলাম মোস্তফা।
মাদ্রাসা কর্তৃপক্ষের সহায়তায় ওই ফলক স্থাপনের আয়োজক এবং প্রধান পৃষ্ঠপোষক গাজী সাহেবের (রঃ) দৌহিত্র মুহিবুল হাসান। তিনি খুলনার ফুলবাড়ি গেটের একজন বিশিষ্ট ব্যবসায়ি।
উল্লেখ্য, ১৯৪৩ খৃষ্টাব্দে গাজী সাহেব (রঃ) ওই মাদ্রাসা প্রতি¯ঠা করে এই অঞ্চলে ইসলামি শিক্ষার বিস্তার ঘটান। এ সময় গাজী সাহেবের (রঃ) ছোট ছেলে আবদুল কুদ্দুস, পৌত্র সাংবাদিক রেজাউল করিম, প্রধান পৃষ্ঠপোষক মুহিবুল হাসান, হারুন সরদার, তৌসিফ বিল্লাহ, মাদ্রাসার কর্মকর্তা-কর্মচারিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।