নোয়াখালী জেলার ৪৩ জন পুলিশ সদস্যকে পুরষ্কৃত করলেন পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন। অদ্য ১৫ সোমবার সকালে জেলা পুলিশ লাইন্সের শহীদ মনিরুল হক হলে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জানুয়ারী মাসের অপরাধ দমন ও সার্বিক মূল্যায়নের ভিত্তিতে তাদেরকে এ পুরুষ্কার প্রদান করা হয়।
সভায় পুরষ্কৃত পুলিশ সদস্যগণ হলেন ডিসেম্বর/২০ই ং এর শ্রেষ্ঠ ওয়ারেন্ট কর্মকর্তা (এএসআই) হিসেবে চাটখিল থানার এএসআই(নিরস্ত্র)মোঃ সুমন মিয়া ১ম, বেগমগঞ্জ মডেল থানার এএআই(নিঃ)আল-আমিন ২য় এবং এসআইদের মধ্যে শ্রেষ্ঠ ওয়ারেন্ট কর্মকর্তা সুধারাম মডেল থানার এসআই(নিরস্ত্র)জাহাঙ্গীর হোসেন ১ম, সেনবাগ থানার এসআই(নিরস্ত্র)সবুজ চন্দ্র পাল ২য় স্থান লাভ করেন।
ডিসেম্বর,২০ইং সালের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে সোনাইমুড়ী থানার এসআই(নিরস্ত্র)/ মোঃ রেজাউল করিম, অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জেলা গোয়েন্দা শাখার এএসআই(নিঃ)/ মাসুদ আলম, শ্রেষ্ঠ ডিবি টিম(সামগ্রিক) জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক(নিঃ) সাইফুল ইসলাম, বিশেষ মূল্যায়নে পুলিশ লাইন্স এর এসআই(সশস্ত্র) স্বপন কুমার সাহা, করোনা পরিস্থিতিতে বিশেষ অবদানের জন্য পুলিশ হাসপাতাল এর এএসআই জসিম উদ্দিন। এছাড়াও জানুয়ারী,২০২১ইং সালের সাজা পরোয়ানা তামিলের জন্য জেলার বিভিন্ন থানার ৩৪ জন অফিসারকে অর্থ পুরস্কার প্রদান করা হয়। তাছাড়াও জেলা পুলিশের ৩ সদস্য পিআরএল এ যাওয়ায় তাদেরকে ফুল ও উপহার সামগ্রী দিয়ে বিদায়ী শুভেচ্ছা প্রদান করা হয়।
পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, প্রতিটি ইউনিট কমান্ডার তার অধীনস্থদের শারীরিক অবস্থা, খাবার ও থাকার বিষয়ে খোঁজ খবর নিয়ে সমাধানের চেষ্টা করতে হবে, সমাধানের যোগ্য না হলে উর্ধ্বতনের নজরে আনতে হবে। তাছাড়াও মেসের খাবারের মান উন্নয়নে চেষ্টা, যোগ্য বাবুর্চি নিয়োগ করে রান্নার মান উন্নয়ন করা, সকলের থাকার সুন্দর ব্যবস্থা করা, সকল ইউনিটের খালি যায়গা পরিস্কার পরিছন্ন করে ব্যাবহার উপযোগী করার নির্দেশনা প্রদান করেন এবং সবাইকে করোনার ভ্যাকসিন নেয়ার অনুরোধ জানান।
এসময় পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, মোহাম্মদ শাহ ইমরান, হাতিয়া সার্কেল এর সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক, চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার এ.এন.এম সাইফুল আলম খান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এছাড়াও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে উল্লিখিত অফিসারগণ সহ সিআইডি নোয়াখালীর বিশেষ পুলিশ সুপার মোঃ বশীর আহমেদ উপস্থিত ছিলেন।