খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বসন্ত উৎসব ও বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৪ ফেব্রুয়ারি রোববার সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও শিল্পকলা বিষয়ক কমিটির আহ্বায়ক নিলোৎপল খীসা।
এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মেমং মারমা, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক মো: মর্তুজা আলী, খাগড়াছড়ি দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি সুদর্শন দত্ত, খাগড়াছড়ি জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন খাগড়াছড়ি শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি জীতেন বড়-য়া। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বসন্ত বরণ অনুষ্ঠানে অংশ নেন।