ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৯৯৬ সালে বিএনপি সরকারের প্রহসন নির্বাচন ও গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর যুবলীগ। গতকাল সোমবার (১৫ফেব্রুয়ারি) দুপুরে গফরগাঁও পৌর শহরের মধ্যবাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয়ের সন্মুখে সমাবেশ করে। উপজেলা যুবলীগের আহ্বায়ক এম. সালাহউদ্দিন পলাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এম. এ কাউসার, পৌর যুবলীগের আহ্বায়ক মাহমুদ হাসান সজিব, যুগ্ম-আহবায়ক তাজমুন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আওরঙ্গ হেলাল, যুগ্ম-আহবায়ক ফেরদৌস আহমেদ খান, উপজেলা যুবলীগের সদস্য মোঃআতিকুর রহমান, আব্দুল্লাহ তালুকদার, মোঃ ফকরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৬ সালের আজকের এই দিনে বাংলাদেশে ষষ্ঠ সংসদ নির্বাচন বিরোধী দলগুলোর বর্জন ও প্রতিরোধের মুখে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি ২৭৮টি আসন লাভ করে, বিরোধী কোনো রাজনৈতিক দল এই সংসদে ছিল না। ফ্রিডম পাট্রির নামে কর্নেল (অব.) ফারুক একটি আসন নেন, ১০ জন স্বতন্ত্র সদস্য বিজয়ী বলে ঘোষিত হন। ১০টি আসনে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। একটি আসন আদালতের নির্দেশে স্থগিত ছিল। এই নির্বাচনটি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এক কলঙ্কের ছাপ রেখেছিল। অন্যদিকে বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিল তাদের অংশগ্রহণে সংসদে আনয়ন ব্যতীত নির্বাচন প্রত্যাখ্যান করার ঘোষণায় অনড় থাকে।