ঝিনাইদহের কালীগঞ্জে পথশিশুদের সাথে এক বেলা আহার করে ব্যতিক্রমী ভালোবাসা দিবস পালন করেছে রোদ্দুর নামের এক সংগঠন। রোববার বিকেলে শহরের মোবারকগঞ্জ রেল স্টেশনে এমন ব্যতিক্রমী ভালোবাসা দিবস পালনের আয়োজন করা হয়। এ সময় প্রায় ৬০ জন পথশিশুদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, রৌদ্দুরের সদস্য খাদিজা খাতুন স্বর্ণালী সহ সংগঠনের সদস্যরা।
সংগঠনটির সভাপতি ওয়াসিফ রাব্বি জানান, শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে হও একসাথে যুক্ত, ঘুচিয়ে দাও দারিদ্রতা করো পথশিশু মুক্ত এই শ্লোগান নিয়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন রৌদ্দুর। এরই ধারাবাহিকতায় আয়োজিত হলো পথশিশু কিশোর-কিশোরীর সাথে একবেলা আহার করবো। ভালোবাসা টা নতুন করে হোক সেই সব অবহেলিত কিশোর-কিশোরীর সাথে।