রংপুরে বিশিষ্ট গোয়েন্দা কাহিনি লেখক অরুণ কুমার বিশ্বাসের বই কর্ণার উদ্বোধন করা হয়েছে। শনিবার রাতে রংপুর মহানগরীর কারুপণ্য বুক সেন্টারে এই বই কর্ণার উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ডাক্তার তপতী ম-ল। এই বুক কর্ণারে কাষ্টমস, এক্সাইস ও ভ্যাট বিভাগের অতিরিক্ত কমিশন্ার লেখক অরুণ কুমার বিশ্বাসের লেখা গোয়েন্দা ও ভ্রমণ কাহিনীসহ তাঁর এক’শ বিশটি বই স্থান পেয়েছে। এই অনুষ্ঠানে লেখক জানান, ভবিষ্যতে ডিটেকটিভ অলকেশ রায় ও গুবলু গোয়েন্দা কাহিনি নিয়ে তার ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেই সাথে তিনি তরুণ প্রজম্মকে বইমুখি করা ও সুষ্ঠু জীবনবোধ নিয়ে বেড়ে ওঠার ব্যাপারে উদ্বুদ্ধ করতে তার লেখা অব্যাহত রাখবেন বলে জানান।এতে লেখকের দু সন্তানও উপস্থিত ছিলেন। এ সময় রংপুরের বিশিষ্ঠ লেখক ও কবি মাহবুবুল ইসলাম, আফতাব হোসেন, নজরুল মৃধা, সংবাদিক আবদুর রহমান মিন্টু, রংপুর কারুপণ্য মিডিয়া উপদেষ্টা ও মাহবুর রহমান হাবু সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।