যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোলান্ট ট্রাম্পের রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ এনে ২০১৮ সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ত্যাগ করেছিল। সে সময় ট্রাম্প সরকারের একাধিক কর্মকর্তা বলেছিলেন, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল চরম ইজরাইল বিরোধী। অবশেষে তিন বছর পর আবারো যোগ দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে। দেশটির পররাষ্ট্র মন্ত্রী এ্যান্থনী ব্লিংকেন সাংবাদিকদের জানিয়েছেন ৮ ফেব্রুয়ারী যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক হিসেবে জেনেভা ভিত্থিক কাউন্সিলে পূনরায় যোগ দিয়েছে।
২০০৬ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মূল নীতির আলোকে এ কাউন্সিল পরিচালিত হয়। জেনেভা ভিত্তিক এ কাউন্সিলের লক্ষ্য বিশ^ জুরে মানবাধিকার সুরক্ষা ও সমুন্নত রাখা। যদিও সব সময় সেটা সম্বব হয় না। তবে কাগজি বুলি দিয়ে মানবাধিকারের পক্ষে কথা বলে মানুষকে উজ্জীবিত করা যায়।
যুক্তরাষ্ট্র বর্তমান বিশে^ একটি শক্তিশালী রাষ্ট্র। তাদের দেশে নানা অনিয়ম বিশৃঙ্খলা থাকলেও তারা বিশ^ মোড়লের মত বিশে^ বিভিন্ন দেশের ঘটনা নিয়ে মন্তব্য করে। বিশ^ রাজনীতিতে নিজের স্থায়ী অবস্থান নিয়ে তৎপর সে দেশের রাজনীতিবিদরা। তাই মানবাধিকার কাউন্সিলে তারা না থাকলে তাদের ব্যাপারে বিরুপ সমালোচনা হওয়াই স্বাভাবিক। আর তাই নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এ ফোরামে যোগ দিয়ে বিশ^ মানবাধিকারের পক্ষে থাকার ঘোষণা দিয়েছে।
যদিও বিগত দিনে দেখা গেছে যুক্তরাষ্ট্র মুখে মানবাধিকারের ধুয়া তুললেও তারা বিশে^র বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্গন করেছে। ইজরাইলে পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়ে ফিলিস্তিনি জনগনের নিজস্ব আবাস ভূমি থেকে উচ্ছেদ করতে চেয়েছে। ইরাকে পারমানবিক অস্ত্র আছে বলে সেখানে অনুসন্ধানের নামে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। অথচ বাস্তবতা হচ্ছে সেখানে কোন পারমানবিক অস্ত্র পাওয়া যায়নি। সে ধ্বংশযজ্ঞের জন্য কোন বিচার তো দূরের কথা তারা দু:খও প্রকাশ করেনি।
এদেিক পারমানবিক উচ্চাকাংক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ইরাকের তিক্ততা চলছে। তবে সর্বশেষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্য দেশ দুটির মধ্যে আরো তিক্ততা বাড়াচ্ছে। ইরাকের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি বলেছেন, ওয়াশিংটন সব নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে তেহেরান ২০১৫ সালের চুক্তিতে ফিরবে না। অন্যদিকে জো বাইডেন এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র প্রথমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না। তার ভাষায়, যথক্ষন ইরান পারমানবিক চুক্তির শর্ত না মানবে যুক্তরাষ্ট্র ততক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না। এমন’ই মনোভব ইউরোপিয় ইউনিয়ন ও গণচীনের। জো বাইডেন যুক্তরাষ্ট্রের বিগত দিনের প্রেসিডেন্টদের মতই বিশ^ মোরল সেজে আন্তর্জাতিক রাজনীতিতে তাদের অবস্থান সুদৃঢ় করবেন না সত্যিকারের মানবাধিকারের পক্ষে তার কন্ঠ উচ্চকিত করবেন? আমরা চাই মানবাধিকারের পক্ষে তার দৃঢ় অবস্থান। আমরা আশাবাদি তিনি তা করবেন। মিয়ানমারের গণতান্ত্রিক সরকার উৎক্ষাত করে সামরিক জান্তার ক্ষমতা গ্রহণকে বাইডেন শুধু তির্যক সমালোচনা করেননি, বরং তিনি সামরিক সরকারের উপর নিষেধাজ্ঞা জারি করে গণতন্ত্রান্তিক মানুষের পক্ষে অবস্থান নিয়েছেন। যা বিশ^বাসীর কাছে প্রশংসা যোগ্য। আমরা আশা করবো আগামীতেও তিনি মানবাধিকারের পশ্নের এমন দৃঢ় অবস্থানে থাকবেন। বিশে^র নিপীড়িত মানুষের পাক্ষে দাড়িয়ে যথাযথ অবদান রাখবেন।