ময়মনসিংহের গফরগাঁও ও পাগলা থানার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার চুরি, ছিনতাই, মাদক, সন্ত্রাস, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস. এম ইকবাল হোসেন সুমন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার, পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মজিবুর রহমান, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, বীরমুক্তিযুদ্ধা সলিম উল্লাহ মোস্তফা, বীরমুক্তিযুদ্ধা নাছির উদ্দিন মনি, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন প্রমূখ।