খুলনার পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে যাবত-জীবন ও ৩ বছরের সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার করেছে। শুক্রবার রাতে উপজেলার বিরাশী থেকে জিআর-৫১৪/১৮ মামলায় যাবত-জীবন সাজাপ্রাপ্ত পালাতক বিরাশী গ্রামের মৃতঃ আজিজ মোড়লের ছেলে সাইফুল ইসলাম ও শনিবার রাতে এফ.সি.আর-৫৪/৮ মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত উপজেলার শ্রীকন্ঠপুরের ইসহাক সরদারের ছেলে ইসলাম সরদারকে থানার এএসআই শেখ পলাশ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দু'জনকে গ্রেফতার করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এজাজ সফী জানান, আসামি সাইফুল একজন বনদস্যু। তার বিরুদ্ধে ২০১৩ সালে পাইকগাছা থানায় অস্ত্র আইনে মামলা হয়। এ মামলায় বিজ্ঞ আদালত তাকে যাবত-জীবন কারাদ- প্রদান করে। দীর্ঘদিন পলাতক থাকার পর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পালাতক সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।