ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচন জমে উঠেছে। এরইমধ্যে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিজয়ের জন্য কোমর বেধে মাঠে নেমেছে। প্রার্থীরা দিনে রাতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা শুরু করেছেন। সেই সাথে ভোটারদের দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুত।
এবারের পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন ৪ জন। আওয়ামী লীগের মনোনিত প্রার্থী নৌকা প্রতিকের আশরাফুল আলম আশরাফ, ধানের শীষ প্রতিকের আলহাজ¦ মাহবুবার রহমান, স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতিকের এনামুল হক ইমান ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতিকের নুরুল ইসলাম। প্রার্থীরা লিফলেট,পেষ্টারিং,মাইকিং, নির্বাচনি সভা ও তাদের অফিস সরগরম রাখছেন। আওয়ামী লীগ ও বিএনপির নেতা কর্মীরা সতোজ ফুর্তভাবে নির্বাচনি প্রচার করে বেড়াচ্ছেন।
এদিকে বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লার মোড়ে মোড়ে,চায়ের দোকান গুলোতে চলছে নির্বাচনী আড্ডা, বিভিন্ন জল্পনা আর কল্পনা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দোকানে চলছে কে হবেন কালীগঞ্জ পৌরসভার পৌর পিতা তা নিয়ে আলোচনা ও কাকে ভোট দিলে পৌর এলাকার উন্নয়ন হবে। কিন্তু সাধারন ভোটাররা বলছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে ভোট দিতে দিবেন। আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ৩৮ হাজার ৪৮৪ জন ভোটার রয়েছেন। নির্বাচনে ৯টি ওয়ার্ডে ৫২ জন পুরুষ কাউন্সিলার এবং ৯ সংরক্ষিত মহিলা প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
মেয়র ও কাউন্সিলার প্রার্থীদের সমর্থকরা কেউ বসে নেই এবং প্রার্থীদের প্রচার মাইক ব্যাপক ভাবে প্রচার চালাচ্ছে। প্রার্থীরা বলছেন নির্বাচন অবাধ ও সুষ্ঠ হবে। যেহেতু সকল প্রার্থীরা মাঠে উন্মুক্ত ভাবে ভোট প্রার্থনা করছেন।