ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আসন্ন ৯ নং পাঁচবাগ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান প্রভাষক ফেরদৌস আহমেদ খান। তিনি বর্তমানে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক ও গফরগাঁও মহিলা কলেজের প্রভাষক। ইতোমধ্যে তিনি আগাম প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন রকম সামাজিক, রাজনৈতিক কর্মকা- এবং বিভিন্ন দিবসকে কেন্দ্র করে সরব রয়েছেন নির্বাচনী মাঠে। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি গণসংযোগ ও মতবিনিময় করছেন। তিনি উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামের মাহতাব উদ্দিন খানের ছেলে। তার বাবাও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
বঙ্গবন্ধুর আর্দশে উজ্জীবিত হয়ে মেধাবী শিক্ষার্থী ফেরদৌস আহমেদ খান স্কুল জীবনে ছাত্রলীগ রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি উপজেলার পাঁচবাগ ইসলামিয়া উচ্চবিদ্যালয় শাখা (১৯৯৭-১৯৯৮ ইং) ছাত্রলীগের সভাপতি, পাঁচবাগ ইউনিয়ন শাখা (১৯৯৮-২০০৩ইং) ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং (২০০৩-২০১০ইং) ছাত্রলীগের সভাপতি, আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় শাখা (২০০৪-২০১০ইং) ছাত্রলীগের সদস্য, গফরগাঁও উপজেলা শাখা (২০১০-২০১২ ইং) ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক এবং (২০১২-২০১৪ইং) ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি গফরগাঁও উপজেলা শাখা (২০১৫ ইং থেকে) স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-আহবায়ক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার প্রিয় নেতা আধুনিক গফরগাঁও এর রুপকার ফাহমী গোলন্দাজ বাবেল এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করতে আজীবন কাজ করে যাব। মাননীয় প্রধানমন্ত্রী গ্রামকে শহরমুখী করার যে শ্লোগান দিয়েছেন তা বাস্তবায়নে লড়ে যাব। এছাড়াও ইউনিয়নে ভোটারদের সমর্থন আদায়ে তিনি প্রতিনিয়ত এলাকায় উঠোন বৈঠক, মতবিনিময় ও গণসংযোগ করছেন। গণসংযোগকালে তিনি অনলাইন পত্রিকায় এফএনএস সাংবাদিককে বলেন, আমি ছাত্র জীবনে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে প্রিয় নেতা সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল মহোদয়ের পিতা প্রয়াত সাবেক সংসদ সদস্য আলতাফ হোসেন গোলন্দাজের হাত ধরে পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় থেকে রাজনৈতিক জীবন শুরু করেছি। ফেরদৌস আহমেদ খান বলেন, আমি সুখে দুঃখে সদা মানুষের পাশে থেকেছি। ইউনিয়নের বিভিন্ন শিক্ষাসহ ধর্মীয় ও অন্যান্য প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজে সহযোগিতা করেছি। তিনি বলেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা শামছুল হুদা পাঁচবাগী (রহঃ) সাহেবের পাঁচবাগ ইউনিয়নকে একটি আদর্শ আধুনিক মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো।