ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত "স্থানীয় সরকার পুরষ্কার- ২০২০"ইং ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গফরগাঁও উপজেলার টাংগাব ইউনয়িন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসনে সাগর। এছাড়াও জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসাবে নির্বাচিত হয়েছেন টাংগাব ইউনয়িন পরষিদ। গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল হাসান। অনুষ্ঠানে গফরগাঁও উপজেলার টাংগাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল হাসানের হাত থেকে জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানের পুরস্কার হিসাবে সনদপত্র ও ক্রেস্ট গ্রহণ করে। জেলায় ১৪৬টি ইউনিয়ন পরিষদ এর মধ্য থেকে টাংগাব ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান।