দিঘলিয়া উপজেলার আড়ুয়ায় নির্মিত হবে আতাই নদীর ওপর আরেকটি সেতু। এ সেতু বাস্তবায়নের কাজে অর্থায়ন করার সম্ভব্যতা যাচাইয়ের জন্য আগ্রহ প্রকাশ করেছে স্পেনের সেনচুনিয়ন এসএ কোম্পানী। গত শনিবার এ সেতু এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন ওই কোম্পানীর বিজনেস ডিপার্টমেন্ট ডাইরেক্টর এ্যালেজাণ্ড্র ভাইডাউরেটা তাঁর এক সহযোগী এবং তাদের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ বাংলাদেশ মিঃ সোহেল ও খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ এবং তাঁর দপ্তরের কর্মকর্তাবৃন্দ।এসময় আরও উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার দুই কর্মকর্তা এম এ রিয়াজ কচি ও মোঃহাফিজুর রহমান, দিঘলিয়ার বিশিষ্ট তরুন সমাজ সেবক ও বিদ্যোৎসাহী মোল্লা মাকসুদুল ইসলাম,রাজনৈতিক কর্মী শেখ ফরহাদ হোসেন। । এ সময় তাঁরা পূর্বে প্রস্তুত করা বিভিন্ন দপ্তরের ও সংস্থার কাগজ,নকশা,প্রধানমন্ত্রীর কার্যালয়ের (মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা)বিভিন্ন পত্র,বিভিন্ন মন্ত্রণালয়ের পত্র, রোড ডিভিশনের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের পূর্বে এ বিষয়ে তৈরি করা কাগজপত্র দেখে তারা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বিভিন্ন মন্ত্রনালয় দপ্তর সংস্থা প্রভৃতি কর্তাদের সাথে আলাপ সাপেক্ষ পরবর্তীতে ভালো তথ্য আসতে পারে বলে ইঙ্গিত দেন।প্রকাশ থাকে যে, ইতোমধ্যে দিঘলিয়া উপজেলাবাসীর স্বপ্নের ভৈরব সেতুর বাস্তবায়ন কাজ শুরু হয়েছে। যে সেতু বাস্তবায়নের মাধ্যমে দিঘলিয়া উপজেলাবাসীর খুলনা শহরের সাথে সেতু বন্ধন রচনা করবে। এদিকে দিঘলিয়ার আতাই নদীর ওপর আরেকটি সেতু নির্মাণের মাধ্যমে গোটা দিঘলিয়া উপজেলা তথা দেশের কয়েকটা জেলার সাথে খুলনার সেতু বন্ধন সৃষ্টি করবে। পাশাপাশি এ অঞ্চলে গড়ে উঠতে পারে গার্মেন্টস শিল্প সহ নানা কারখানা। এ এলাকার বেকার জুট মিল শ্রমিকের কর্মসংস্থান হতে পারে। দিঘলিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্নের দিঘলিয়া বিনির্মানে রূপরেখা প্রণয়ন করে চলেছেন দিঘলিয়ার কৃতী সন্তান মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। আর তাঁর এ স্বপ্ন পূরণে ও রূপরেখা বাস্তবায়নে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা,জেলা ও উপজেলা প্রশাসন।