খুলনা পাইকগাছায় কপিলমুনি বিনোদগঞ্জের প্রতিষ্ঠাতা দানবীর স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধু ৮৬ তম তিরোধান দিবস উপলক্ষে সকলশ্রেণী পেশার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। শনিবার এ মহতি অনুষ্ঠানের আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠন বিনোদ স্মৃতি সংসদ। সকালে বিনোদ চত্তরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি যথাযথ ভাবে পালিত হয়। অনুষ্ঠানে ভারতের পশ্চিম বাংলা থেকে ভার্চুয়ালী যোগদান করেন রায় সাহেব বিনোদ বিহারী সাধু একমাত্র বংশধর পৌত্র শ্রী গৌতম কুমার সাধু। তিনি রায় সাহেরে একমাত্র বংশধর বলেও জানান এবং দুপুরে খাদ্য বিতরণ অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ সংসদ মো. আক্তারুজ্জামান বাবু। সমগ্র অনুষ্ঠানটির মুখপাত্র ছিলেন, বিনোদ স্মৃতি সংসদের আহ্বায়ক ও পাইকগাছা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. দিপংকর সাহা।