খুলনার পাইকগাছায় অব্যাহতভাবে বাড়ছে টিকাগ্রহণকারী। ভয়কে জয় করে শনিবার ৫ম দিনেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সব শ্রেণীপেশার মানুষ কোভিড-১৯ প্রতিষেধক ভ্যাকসিন নেন। সমাজে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টিকা নিতে দেখে সাধারণ মানুষের উৎসাহ বেড়েছে। এ পর্যন্ত প্রায় দেড় সহ¯্রাধিক মানুষ টিকা নিয়েছেন। সকাল থেকেই কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন মানুষ। সেখানকার ব্যবস্থাপনা এবং চিকিৎসক ও নার্সসহ সকল পর্যায়ের স্বাস্থ্যকর্মীর সেবার মান সন্তোষ প্রকাশ করেন টিকা নিতে আসা আরুতী অধিকারী। কপিলমুনি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন টিকা নিয়ে বলেন, বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে অনেক শক্তিশালী দেশকে পেছনে ফেলে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে করোনারোধী ভ্যাকসিন আমদানির জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো জানান, নিজে ভ্যাকসিন নিন, পরিবারের সদস্যসহ অন্যান্যের নিতে উৎসাহ যোগান এবং দেশকে করোনার অভিশাপমুক্ত করতে ভূমিকা রাখুন। ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় ভ্যাকসিন নেওয়ার পর থেকে এ পর্যন্ত (বিকাল ৫টা) কোনো পার্শ্বপ্রতিক্রিয়া কিংবা শারীরিক সমস্যা অনুভব করিনি। সবকিছুই আগের মতো স্বাভাবিক রয়েছে বলে প্রতিক্রিয়া ব্যাক্ত করেন সাংবাদিক মহাননন্দ অধিকারী মিন্টু।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নীশিত গোলদার জানান, এ চালানে ৯হাজার ৮শ ৪০ ডোজ কোভিড-১৯ প্রতিষেধক ভ্যাকসিন পেয়েছি। যার প্রথমে ৪ হাজার ৯শ ২০ জন ও ২য় ৪ হাজার ৯শ ২০জনকে এ ভ্যাকসিন দেওয়া হবে। টিকা কার্যক্রমে ৬ জন স্বাস্থ্যকর্মী ও ১২ জান স্বেচ্ছাসেবক কাজ করছে। তাছাড়া স্বাস্থ্যকর্মীরা মানুষের বাড়ীতে গিয়ে টিকা সুফল সম্পর্কে জানাছে। এ পর্যন্ত কারো কোনো সমস্যা ধরা পড়েনি।