ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.হানিফ মুন্সীর ছোট ভাই যুবলীগ নেতা মরহুম জামাল মুন্সীর হত্যার প্রতিবাদে আশুগঞ্জ ঢাকাস্থা ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শ্রম কল্যাণ মাঠে আশুগঞ্জ ঢাকাস্থা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. কামরুল হাসান মোবারক এর সভাপতিত্ব ও সাংগঠনিক সম্পদাক মো. দিদার আলমের সঞ্চালনায় প্রতিবাদ সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।।
প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতন।আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান আনসারী, বেসরকারী শিক্ষকম কর্মচারী কল্যাণ ট্রাস্টেও সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি, আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হক, আশুগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হেসেন জেলা কাজী সমিতির সভাপতি আলহাজ অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা,চর চারতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব খান,বিএনপির নেতা ফাইজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, মরহুম জামাল মুন্সী সমাজের একজন ভাল গুনাবলী সম্পন্ন ও উদার মনের মানুষ ছিলেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় সে গত ২২ শে জানুয়ারি দিবাগত রাতে নিহত হন। বক্তারা তার খুনীদের উপযুক্ত শাস্তির দাবী জানান এবং দ্রুত জামাল মুন্সি খুনের মামলার প্রধান আসামীসহ ান্যান্য আসামীদেও গ্রেফতার করে আইনের আওতায় আনার ও আহবান জানান।
সভা শেষে দোয়া মাহফিলে জামাল মুন্সীর বিদেহী আত্বার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন আলহাজ অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা ্ পরে মিন্ত্রীতদের মাঝে তবারক বিতণ হরা হয়।