১৩ফেব্রুয়ারী শনিবার কুড়িগ্রাম সদর থানা পুলিশ হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাট গফুর বেলাকি ওরফে মসলাগফুর(৪০)কে আটক করেছে জেলহাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের হেমের কুটি মাস্টারের হাট এলাকায় কুড়িগ্রাম সদর থানার এসআই আমিনুল, কাইয়ুম ও এএসআই শাহিন অভিযান চালিয়ে মাদক সম্রাট গফুর বেলাকি ওরফে মসলাগফুরের নিজবাড়ী থেকে তিন গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।
এবিষয়ে থানার এসআই প্রলয় কুমার বর্মা জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার(১৩ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এ এছাড়াও তার বিরুদ্ধে চারটি মাদক মামলা রয়েছে।