কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় খতমে তা’লিল, কবর জিয়ারত, দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আদ্রা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মরহুমের নিজ বাড়ী উপজেলার পুজকরা গ্রামে এ দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদ্রা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি শহিদুল্লাহ কাশেম, জাসাসের কেন্দ্রীয় নেতা আবু তাহের কোরাইশি, মক্রপুর ইউপি সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, সমাজ সেবক মাস্টার নাছির উদ্দিন, ওমর ফারুক, মরহুম শহিদুল ইসলামের ভাই ইউপি সদস্য শাহজাহান, ছেলে রাকিব হোসেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল সভাপতি ছালেহ আহম্মেদ, সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর মন্টু, নাঙ্গলকোট হাছন মেমোরিয়াল সরকারী কলেজ ছাত্রদল সাবেক সভাপতি নাছির উদ্দিন পিন্টু, ছাত্রদল নেতা যোবায়ের হোসেন প্রমুখ।
স্মরণ সভার পূর্বে মরহুম শহিদুল ইসলামের কবর জিয়ারত ও স্থানীয় জামে মসজিদে আয়োজিত দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধান অতিথি ও উপস্থিত নেতৃবৃন্দ।