একাধিক নদী দ্বারা বেষ্টিত দিঘলিয়া উপজেলার নগর ঘাটে ভৈরব সেতু নির্মানের পাশাপাশি আড়ুয়া ফেরিঘাটে আতাই নদীর ওপর নির্মিত হবে আরও একটি দর্শনীয় সেতু। স্পেন সরকারের অর্থায়নে সেতুটি নির্মাণ তত্ত্বাবধানে থাকবে সড়ক ও জনপথ বিভাগ। শনিবার স্পেন সরকারের একটি প্রতিনিধি দল সরেজমিনে সেতু নির্মাণ এলাকা পরিদর্শন করবেন।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, খুলনা -৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী বিগত দশম জাতীয় সংসদে নদী বেষ্টিত দিঘলিয়া উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষে উপজেলার আড়ুয়া ফেরিঘাটে আতাই নদীতে একটি সেতু নির্মাণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। সাংসদ আবদুস সালাম মূর্শেদীর দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক ইচ্ছায় স্পেন সরকারের অর্থায়নে সেতুটি নির্মাণ এমনটি জানিয়েছেন সাংসদ আবদুস সালাম মূর্শেদীর ব্যক্তিগত কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান। এ ব্যাপারে খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদের সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।দিঘলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এ প্রতিবেদককে জানান, আড়ুয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি সেতু নির্মাণের ব্যাপারে সরকারের পরিকল্পনা রয়েছে। শনিবার স্পেন সরকারের একটি প্রতিনিধি দল সরেজমিনে স্থান পরিদর্শনে আসছেন।এ সেতুটি নির্মিত হলে দিঘলিয়ার উন্নয়নের জন্য এটি হবে একটি মাইল ফলক।এই সেতুটি নির্মাণের ফলে খুলনার সাথে দেশের কয়েকটি জেলার সেতু বন্ধন রচনা হবে। এখানে গড়ে উঠবে নতুন নতুন শিল্প কারখানা।