কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নোয়াঁগাও এলাকা থেকে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে গাঁজা বিক্রি করার সময় চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা তিন কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রপ্তারকৃতরা হলো, নেত্রকোনার আটপাড়া থানার মহশের কেলা গ্রামের ফুলন মিয়া (৩৫), আলমগীর মিয়া (২৬), ময়মনসিংহের ঈশ^রগঞ্জ থানার চড়নিখলা গ্রামের রফিকুল ইসলাম (৫০) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নোয়াগাঁও গ্রামের সাক্কু মিয়া (৪০)। গ্রেপ্তারকৃতদের শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় ভারত থেকে আনা গাঁজা গত শুক্রবার গভীর রাতে ক্রয়-বিক্রয় করছেন মাদক ব্যবসায়ীরা। এ খবর পেয়ে কসবা থানা পুলিশ অভিযান চালায়। এ সময় গাঁজা বিক্রয় করার সময় হাতে-নাতে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছে থাকা তিন কেজি গাঁজা জব্দ করেন। এ ঘটনায় কসবা থানার উপপরিদর্শক (এস.আই) মো. শহীদুল্লাহ প্রধান বাদী হয়ে চার মাদক ব্যবসায়ীকে আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভুইয়া বলেন, গাঁজা বিক্রয়ের সময় চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।