করোনার টিকা নিলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াস।
শনিবার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে তিনি এ টিকার প্রথম ডোজ গ্রহন কেেরন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নারায়ণ চন্দ্র দাম, আওয়ামী লীগ নেতা মালেক মোল্লাসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, এ পর্যন্ত আমরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে ৭৬০জন ব্যক্তিকে করোনা টিকা দিয়েছি। এদের মধ্যে থেকে এখন পর্যন্ত করো অসুস্থার খবর পাওয়া যায়নি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াস বলেন, টিকা গ্রহণের পরে আমি কোন প্রকার অসুস্থতাবোধ করছি না। তাই আমি আমার দলীয় নেতা-কর্মীসহ সকলকে টিকা নেওয়ার জন্য অনুরোধ করছি।