খুলনার পাইকগাছায় আইনজীবী সমিতিতে এক আইনজীবীর ছেলে সমিতির সাবেক সভাপতিকে "কোর্ট কি আপনার বাপের" বলে গালমন্দ করায় তা চাঁদাবাজি মামলার ঘটনায় নানা মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই এ ঘটনা লঘু পাপে গুরুদন্ড বলে মন্তব্য করে জানান, সমাজের প্রথম শ্রেণীর নাগরিক বা বুদ্ধিজীবীরা প্রকৃত ঘটনা আড়াল করে এ ধরনের মামলা করলে সাধারণ নাগরিকরা যাবে কোথায়? আদালতে একটি মামলার হাজিরা দিতে গিয়ে অনাকাঙ্খিত এ ঘটনায় চাঁদাবাজির মামলার স্বীকার হয়ে অ্যাড. মুজিবর রহমানের পরিবার আকাশ ভেঙে পড়ার প্রার্থণা করেন সৃষ্টিকর্তার কাছে বিচার চেয়েছেন।
সে দিন কি ঘটেছিল আইনজীবী সমিতি ভবনে-বিভিন্ন উৎস্য থেকে সংগ্রহীত ও প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানাগেছে, পাইকগাছা আইনজীবী সমিতি থেকে বহিস্কৃত অ্যাড. মুহা. মুজিবর রহমান ও তার কলেজ পড়-য়া ছেলে সাবিদুর রহমান আদালতে ৯ ফেব্রুয়ারি একটি নন জিআর মামলায় হাজিরা দিয়ে ফিরে আসার সময় সমিতি ভবনে যায়। উদেশ্য ছিল কি? এ সম্পর্কে পাইকগাছা আইনজীবী সমিতি থেকে অ্যাড. মুজিবর রহমান জানান, আমার ছবি দিয়ে "প্রতারক হতে সাবধান" নারী নির্যাতন, জাল-জালিয়াতি সহ বহু আপত্তিকর শব্দ ব্যবহার করে একটি প্যানা দিয়েছেন। যা খুবই কষ্ট দায়ক। আদালতে হাজিরা দিয়ে মোবাইলে এ প্যানাটির ছবি তুলতে গিয়েছিলাম সমিতি ভবনে। এ সময় বারের সাবেক সভাপতি প্রবীন আইনজীবী অ্যাড. জিএ সবুর সাহেব আমি কেন কোর্টে এলাম এ প্রশ্ন তুলে আমাকে বেয়াদব বলে ধর-ধর বলে গালি-গালাজ করলে আমি চলে আসি। এ সময় আদালতের কার্যক্রম চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, এরপর পরই মুজিবরের ছেলে সাবিদুর উত্তেজিত হয়ে ভবনে ঢুকে অ্যাড. জিএ সবুরকে উদেশ্য করে বলেন কোর্ট কি আপনার বাপের এখানে আসা যাবেনা? এ বলার সাথে-সাথে আইনজীবী সহকারী রুহুল আমিন পিন্টু সাবিদুরকে চড়-থাপ্পড় মেরে গ্রীল টেনে দিয়ে তাকে আটক করে ফেলে। খবর পেয় থানার সেকেন্ড কর্মকর্তা এসআই অনিষ মন্ডল ও একজন সংবাদ কর্মী ঘটনাস্থলে পৌঁছায়। এরইমধ্যে ঘন্টা বাজিয়ে আইনজীবীদের জরুরী সভা ডাকা হয়। সভার পূর্বে আটক সাবিদুর ভুল স্বীকার করে অ্যাড. জিএ সবুরের হাত ধরে ক্ষমা প্রার্থনা করেন। এ ঘটনায় পরবর্তীতে মারপিট সহ চাঁদাবাজির ধারা দিয়ে অ্যাড. জিএ সবুর অ্যাড. মুজিবর রহমান ও তার ছেলে সাবিদুরুরের বিরুদ্ধে থানায় মামলা করেছেন, যার নং-৯। চাঁদা দাবীর অভিযোগে মামলার ঘটনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ খোদ আইনজীবীদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই মন্তব্য করেছেন প্রকাশ্য দিবালোকে আইনজীবী সমিতি ভবনে প্রবীন একজন আইন জীবীর কাছে অপর একজন আইনজীবী ও তার ছেলের চাঁদাদাবী কতটা যুক্তিযুক্ত? সমাজ এটা গ্রহণ করবে কিনা। আর পুলিশ অবগত হবার পরেও এ ধারায় মামলা নিল কি ভাবে? এ সম্পর্কে আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জিএ সাত্তার বলেন আইনজীবী সমিতির সিদ্ধান্ত নিয়েই আমরা এ মামলাটি করেছি এবং অ্যাড. মুজিবর রহমানকে স্থায়ী ভাবে বহিঃস্কারের সিদ্ধান্ত নিয়েছি। মামলা সম্পর্কে ইন্সপেক্টর ( তদন্ত) মোঃ আশরাফুল আলম পূর্বেই জানিয়েছেন কর্তৃপক্ষের মতামত নিয়ে মামলটি হয়েছে। এখন ঘটনা প্রমানের দায়িত্ব বাদী ও স্বাক্ষীর উপর নির্ভর করবে বলে তিনি মন্তব্য করেন।