জাতীর জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশকে শত্রুমুক্ত করতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আবদুল জলিল। দেশকে শত্রুমুক্ত করে লাল সুজের স্বাধীন পতাকা এনে দিলেন। মুক্তিযুদ্ধের সনদ পেলেও ৫০ বছরেও সেই মানুষটির নাম সরকারী গেজেট উঠেনি। ফলে তার পরিবারের মাঝে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। মোঃ আবদুল জলিল গাজী খুলনা জেলার পাইকগাছা উপজেলায় সাবেক গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের (বর্তমানে পাইকগাছা পৌরসভার ১নং ওয়ার্ড) প্রয়াত পিতা মোহর আলী গাজী ও মাতা নবি বিবির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। সংসারে অভাব অনাটনের কারণে লেখা পড়ায় বেশিদূর এগুতে পারেননি। কর্মজীবনে তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে অধিনে পাইকগাছা পাউবো অফিসের পাম্প ড্রাইভার হিসেবে মাস্টাররোলে চাকরী করতেন। ১৯৭১ সালের ১০ জুন তিনি চাকরীর মায়া ত্যাগ করে ও স্ত্রী-সন্তানদের রেখে দেশকে শত্রুমুক্ত করতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য অফিসের স্পিড বোড নিয়ে চলে যান এবং মুজিব বাহিনিতে যোগদিয়ে ৯ নং সেক্টরের অধিনে হাতিয়ার ডাঙ্গা ক্যাম্পে ট্রেনিং গ্রহণ করেন। ট্রেনিং শেষে তিনি মুজিব বাহিনীর কমান্ডার শেখ শাহদাৎ হোসেন বাচ্চুর নেতৃত্বে কপিলমুনি, কেয়ারগাতী ও খুলনা বেতার কেন্দ্রে যুদ্ধ সহ বিভিন্ন সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ স্বাধিনের পর তিনি আবারো বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ঢাকার রেসকোর্স ময়দানে মুক্তিযুদ্ধে ব্যবহারকৃত অস্ত্র রাইফেল ৩০৩ জমা দেন। অফিসকে অবহিত না করে মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়ায় তাকে অন্যত্র বদলী করেন তৎকালী পাউবোর কর্মকর্তা। দেশ স্বাধীনের পর চাকরীতে যোগদান করলেও তাকে জাতীয় করণের আওতায় আনা হয়নি। স্বাধীনতার পরে যারা মাস্টাররোলে যোগদান করেন তাদেরও চাকরী জাতীয় করণ হলেও আবদুল জলিলের কপালে হয়নি সরকারী চাকরী। ৯ জনের সংসার চালাতে গিয়ে নিদারুন কষ্টে কেটেছে তার সারাটি জীবন। সন্তানদের দিতে পারেননি পেট পুরে একমুটো খাবার ও শিক্ষা। ১৯৮৪ সালে চাকরী জাতীয় করণের দাবী করে তৎকালীন রাষ্ট্র প্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ এর নিকট আবেদন করেন বীর মুক্তিযোদ্ধা আবদুল জলিল গাজী। তার আবেদনের পর ২৪ সেপ্টেম্বর ১৯৮৮ সালে তার চাকরী জাতীয় করনের জন্য পানি উন্নয়ন বোর্ডের সচিব স্বাক্ষরীত ফাইল পাঠানো হয় সংশ্লিষ্ট দপ্তরে। পরবর্তীতে ১৯৯২ সালে ২৭ মার্চ ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মুক্তিযোদ্ধা আবদুল জলিল। মৃত্যুর পর ৬ দিনের বেতন ৫৫০ টাকা ও অফিসের সকল কাগজ-পত্র তার পরিবার কে বুঝিয়ে দেন পানি উন্নয়ন বোর্ডের পাইকগছা অফিসের তৎকালী কর্মকর্তারা। মুক্তিযোদ্ধা আবদুল জলিল গাজীর চাকরী সরকারী করণ হয়েছে তার মৃত্যুর আরো তিন বছর পর অর্থাৎ ১৯৯৫ সালে। মুক্তিযোদ্ধা আবদুল জলিলের মুত্যুর প্রায় ২০ বছর পর সন্তানরা জানতে পারে তার পিতার চাকরী জাতীয় করণ হয়েছে ১৯৯৫ সালে। কিন্তু কোনো অবসর ভাতা আজো জোটেনি মুক্তিযোদ্ধা আবদুল জলিল ও তার পরিবারের সদস্যদের। দেশ স্বাধিনের পর স্বরাষ্ট্র মন্ত্রনালয় কর্তৃক "স্বাধীনতা সংগ্রামের সনদপত্র" দেয় মুক্তিযোদ্ধা আবদুল জলিল কে। যার নম্বার-৪৩৫৫০। পরবর্তীতে ১৯৯২/১৯৯৬/২০০৪ সালের মুক্তিযোদ্ধা যাচাই বাছায়ে অংশগ্রহণ করলেও কোনো ফল পাইনি আবদুল জলিল ও তার পরিবার। ২০১৭ সালের মুক্তিযোদ্ধা যাচাইবাছায়ে মুক্তিযোদ্ধা আবদুল জলিল এর স্ত্রী রোকেয়া বেগম অংশগ্রহণ করেন। সেসময় যাচাই বাছায় কমিটির সাত সদস্যের মধ্যে ৬ জন্য সদস্য আবদুল জলিল কে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করলেও কমিটির সভাপতি খুলনার তেরখাদা থেকে আসা মুক্তিযোদ্ধা অ্যাড. মুজিবর রহমান দ্বিমত পোষণ করায় (খ) তালিকাভূক্ত হয়। পরবর্তীতে মুক্তিযোদ্ধা আবদুল জলিলের স্ত্রী খ তালিকারভূক্তির বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। যার নাং-৪৬৪১/১৭ ইং। অদ্যাবধি পিটিশনটি চলমান। জামুকা রেজিস্টার নং-৬৮৪। এত কিছু করার পরেও মুক্তিযুদ্ধার গেজেট ভুক্তির সদন পেতে অপেক্ষা করতে হচ্ছে ৫০ বছর। আর কত বছর অপেক্ষায় থাকলে মিলবে মুক্তিযোদ্ধার গেজেটভূক্তির সম্মান? ১৯৮৪ সালে পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুবল চন্দ্র মন্ডল, ২০০৬ সালে পাইকগাছা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহদাৎ হোসেন বাচ্চু, যুদ্ধ কালীন কমান্ডার গাজী রুহুল আমিন, ২০১০ সালে যুদ্ধহাত মুক্তিযোদ্ধা শেখ বেলাল উদ্দীন বিলু, ২০১২ সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, ২০১৬ সালে খুলনা জেলা মুজিব বাহিনী প্রধান কামরুজ্জামান টুকু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহবুবর রহমান, যুদ্ধকালীন কমান্ডার কোরবান আলী, সহকারী কমান্ডার আবদুল আলী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা রওশন আলী খাঁ, অমল বৈরাগী মুক্তিযোদ্ধা আবদুল জলিল গাজী কে প্রকৃত মুজিব বাহিনীর সদস্য ও মুক্তিযোদ্ধা হিসেবে প্রত্যায়ন দিলেও আজো গেজেটভূক্ত মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি। দ্বারে দ্বারে ঘুরছেন স্বামীর নামটি গেজেটভূক্তির জন্য। মুক্তিযোদ্ধা আবদুল জলিলের বৃদ্ধা স্ত্রী রোকেয়া বেগম বলেন, একজন প্রতিবন্ধী সহ ৭ সন্তান নিয়ে নিদারুন কষ্টে আছি। কোনো জমি জায়গা না থাকায় পাইকগাছা পানি উন্নয়ন বোর্ডের জায়গায় কলোনিতে কুড়ে ঘরে মানবেতর জীবন যাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হক ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ এর নিকট তার স্বামী আবদুল জলিলের গেজেটভূক্তির দাবী জানান।