দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহ:পতিবার রাতে রংপুর নগরীর সাতগাড়া খেলার মাঠে সাতগাড়া জনকল্যান সংঘের আয়োজনে আন্ত: ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে এসব বলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু।
তিনি আরও বলেন,বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে আর্থসামাজিক ও দারিদ্র্য মুক্তির জন্য কাজ করছে, পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা যেন আরও বেশি দক্ষতা অর্জন করতে পারে সেই পদক্ষেপে কাজ করছেন বর্তমান সরকার। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া চর্চায় প্রতিটি ক্ষেত্রে আমাদের তরুণ, যুব ও শিশু সমাজ সম্পৃক্ত হবে প্রত্যাশা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন গংগাচড়া ডিগ্রী কলেজের প্রভাষক মকলুবার রহমান,রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য নজমুল ইসলাম ডালিম মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাসার,জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক লক্ষীণ চন্দ্র দাস, ,জেলা যুবলীগের সদস্য ডিজেল আহমেদ,রসিকের ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল গাফ্ফার, মহানগর আ'লীগের মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন,বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম,এল.জি.ই.ডি রংপুরের সিও জাহিদ হাসান পলাশ প্রমুখ।