খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শেখ বেলাল উদ্দিনের ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মাহফিল ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তৃব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ক্লাবের সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সহ-সম্পাদক মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ),ক্লাব সদস্য মোঃ আনিসুজ্জামান,শেখ দিদারুল আলম, মুহাম্মদ আবু তৈয়ব,দেবব্রত রায়, শেখ কামরুল আহসান আনোয়ারুল ইসলাম কাজল, এএইচএম শামিমুজ্জামান, মোহাম্মদ মিলন,ক্লাবের ইউজার সদস্য মোঃরবিউল গাজী ( উজ্জ্বল) এসএম বাহাউদ্দিন,মোঃ সোহেল রানা, তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। এর আগে ক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।