বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড - ১৯ করোনা ভাইরাসে দিন দিন বেড়ে চলেছে মৃত্যুর মিছিল। সারা পৃথিবী যখন এই মরণব্যাধির প্রেিতষধক পেতে হাত পেতে রয়েছে সেখানে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় প্রতিবেশী দেশ ভারত থেকে চলতি মাসের প্রথম সপ্তাহে প্রতিষেধক ( ভ্যাকসিন) পৌঁচেছে।
খুলনা জেলায় মোট এক লাখ আটষট্টি হাজার ডোজ ভ্যাকসিন গ্রহণ করেন খুলনার সিভিল সার্জন। গত ৭ ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে টিকা প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হয়। ঐদিন দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জনকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়। এরপর গত ৮ ফেব্রুয়ারী ৫০ জন, ৯ ফেব্রুয়ারী ৮০ জন ও ১০ ফেব্রুয়ারী ১১০ জন করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন। এরমধ্যে পুরুষ ১৮৮ জন ও মহিলা ৬২ জন দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কোভিড - ১৯ প্রথম ডোজ এর টিকা গ্রহণ করে। খবর নিয়ে জানা যায় দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কিছু কর্মকর্তা টিকা নিয়েছেন। দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা ফিরোজ হোসেন ব্যাতিত কোন নির্বাচিত জনপ্রতিনিধি করোনা ভাইরাসের প্রতিষেধক বা টিকা এখনো নেননি। অভিজ্ঞ মহল বলছে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, থানা পুলিশ টিকা নিলে মানুষের মধ্যে জমে থাকা ভয় দূর হবে। নচেৎ সাধারণ মানুষ এই মহামারির টিকা থেকে দূরে থাকতে পারে। খুলনা জেলা সিভিল সার্জন অফিস থেকে জানা যায়, এই পর্যন্ত নয়টি উপজেলায় নয় হাজার দুইশত একত্রিশ জন মানুষ ভ্যাকসিন নিয়েছেন। এক প্রশ্নের জবাবে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম বলেন আমরা সাধারণ মানুষের সাড়া পাচ্ছি। তিনি করোনা প্রতিষেধক টিকা নিতে সাধারণ মানুষকে ভয় দূর করতে ও উদ্ভুদ্ধ করার জন্য সকলের নিকট সহযোগিতা কামনা করেন।