খুলনায় বাসের ভেতর থেকে বাসচালকের সহযোগীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নগরীর শিববাড়ীতে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহণের বাস থেকে সাব্বির নামে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে সোহাগ পরিবহণের বাসটি রাতে খুলনায় পৌঁছায়। রাত ১১টার দিকে যাত্রীদের নামিয়ে দিয়ে বাসটি হেলপার শিপনের দায়িত্বে দিয়ে যান চালক। সকালে বাসটি ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু, ভোরে চালক এসে বাসের দরজা খোলা দেখতে পান। বাসের ভেতরে হেলপারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি পুলিশে খবর দেন।