ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ৪.৫.৬নং ওয়ার্ডে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। অপরদিকে ৫ নম্বর ওয়ার্ডের আলমগীর হোসেন তার মনোনয়ন প্রত্যাহার করে নেবার কারণে মনিরুজ্জামান রিংকু বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান জানান, কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে শামছুন্নাহার বীনা নামে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এছাড়াও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিভিন্ন ওয়ার্ডের তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে সাধারণ ওয়ার্ডে কোন কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সেটা এখনো জানা যায়নি।
এর আগে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে ৪ জন, ৯টি ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর পদে ৫২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন মনোনয়ন পত্র জমা দেন।