নোয়াখালীর বসুরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জার গাড়ী বহরে হামলা চালিয়েছে একদল মুখোশধারী সন্ত্রাসীর দল।
জানা যায়, বৃহস্পতিবার ভোর ৬টায় মেয়র আবদুল কাদের মির্জা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গাড়ি বহরসহ শপথ নেওয়ার জন্য যাওয়ার পথে ফেনী জেলার দাগনভূঞা বসুরহাট রোডের আসলাম জামে মসজিদের সামনে এ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বসুরহাট ১নং ওয়ার্ডের আ.লীগের সভাপতি আবদুর রহিম সেলিম আহত হয়। মেয়র মির্জা গাড়ি বহর নিয়ে চট্টগ্রাম সার্কিট হাউজে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সি প্লাস টিভির সাথে টকশোতে অংশগ্রহণ করেন। এ সময় সি প্লাস টিভি অফিসের নীচে পার্কিং করা তার গাড়ি বহরে এক দল দুর্বৃত্ত ইট পাটকেল ছুঁড়েতে থাকে, একপর্যায়ে গাড়ি বহরে থাকা দলীয় নেতাকর্মীরা দুর্বৃত্তদেরকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় তার বহরে থাকা গাড়ি কাঁচ ভাংচুর হয়।
মেয়র আবদুল কাদের মির্জা সকাল ৯টায় ফেইসবুক লাইভে এসে বলেন, আমি আজ ভোরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ নেওয়ার পথে ফেনীর দাগনভূঞায় আমার গাড়ী বহরে হামলায় চালায়। যারা ফেনীতে একরামকে হত্যা করেছে, ঠিক একই কায়দায় আমাকে হত্যার উদ্দেশ্যে আমার গাড়ী রোধ করে কিন্তু আল্লাহর অশেষ মেহেরবাণীতে একটা ট্রাক থাকার কারণে আমার গাড়িটি দ্রুত চলে আসার সুযোগ পেয়েছি। যার জন্য সন্ত্রাসীরা আমাকে কিছু করতে পারে নাই। আমার গাড়ি বহরে আরও ১২টি গাড়ি ছিল। ঐ গাড়িগুলোতে হামলা চালিয়েছে, ইট, পাটকেল ও ডিম নিক্ষেপ করেছে। এতে সেলিম নামে আমাদের এক আ.লীগ নেতা আহত হয়েছে।
তিনি বলেন, ফেনীর ফুলগাজীর জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান একরামকে গুলি করে গাড়ীতে ঢুকিয়ে প্রকাশ্য দিবালোকে পেট্রোল মেরে আগুন ধরিয়ে হত্যা করেছে, ২০১৮সালে ফখরুল ইসলামকে দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদার বাহিনীর ক্যাডার প্যানেল মেয়র সাইফুল হত্যা করেছে। আজকে ফেনীতে যে হত্যার রাজনীতি চলছে এটা বন্ধ করার জন্য আমি বলেছিলাম। আজকে নিজাম হাজারীরা, একরাম চৌধুরীরা দাপট দেখিয়ে চলে, আমাদেরকে হামলা করে। একরাম হত্যাকারীরা, ফখরুল হত্যাকারীরা প্রকাশ্য দিবালোকে ঘোরাফেরা করছে। তাদের বিচার হচ্ছে না। এদেশে কি প্রশাসন নেই, সরকার নেই, হত্যাকারীদের কি বিচার হবে না।
এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, পৌর আ.লীগের সভাপতি আবুল খায়ের, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আজম পাশা চৌধুরী রুমেল, এলিন গ্রুফের চেয়ারম্যান গোলাম শরিফ চৌধুরী পিপুল, আমেরিকান প্রবাসী সেলিম চৌধুরী বাবুল ও আইয়ুব আলী প্রমুখ।
তিনি ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, আমাদের এলাকায় কি কোন অভিভাবক নেই, যিনি এ এলাকার মন্ত্রী, আমরা যাকে মন্ত্রী বানিয়েছি, সেই মন্ত্রীর কি কাজ? যে মন্ত্রীর এ এলাকায় জন্ম, তিনি অপশক্তির কাছে মাথানত করেছেন।
তিনি আরও বলেন, আজকে নোয়াখালী ও ফেনী যে অপরাজনীতি চলছে, দূর্ণীতি হচ্ছে, অ-বিচার হচ্ছে, এদেরকে বহিষ্কারের দাবীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমি কোন অন্যায়ের বিরুদ্ধে মাথানত করব না, আমি সাহস করে সত্য কথা বলব, আমি আমার এলাকার নিরীহ অসহায় গরীব দুঃখীদের সাথে আছি এবং থাকব।
তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানাবো, অনতিবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, না হলে আপনার সকল অর্জন ধ্বংস হয়ে যাবে। এদেরকে কারা শেল্টার দিচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিন। তারা যতবড় নেতা হোক, যতবড় মন্ত্রী হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।
শপথ গ্রহণ শেষে সন্ধ্যা ৬টায় কোম্পানীগঞ্জের ফিরে বসুরহাট রূপালী চত্বরে বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক জননেত্রী শেখ হাসিনার সাথে আমার কথা হয়েছে এবং আমার বক্তব্যগুলো তিনি শুনেছেন। এরপর তিনি আমাকে আস্বস্ত করেছেন এ বিষয়গুলো আমি দেখব। এরপরও কি আমি কোন কর্মসূচি দিতে পারি? নেত্রী আমার একমাত্র আশ্রয়স্থল, তাই আমি আমার সকল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে।