কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা আওয়ামী যুবলীগ সহসভাপতি জহিরুল আলম শিপনের বিরুদ্ধে মামলা-হামলা ও মিথ্যা সংবাদ প্রচার করে হয়রানির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগি উপজেলার মৌকারা ইউনিয়নের আলিয়ারা গ্রামের জহিরুল আলম শিপন বৃহস্পতিবার বিকেলে নাঙ্গলকোট প্রেস ক্লাবে এসে সংবাদিকদের নিকট লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আলিয়ারা গ্রামের মাস্টার সুলতান আহম্মদের পুত্র জহিরুল ইসলাম শিপন, তার ভাই রিপন, মা ও ৩ বোন ওয়ারিশ সূত্রে আলিয়ারা মৌজায় ৩৮৪ দাগে ২.৪০ একর সম্পত্তি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছে। এদিকে, একই গ্রামের মৃত সুরুজ মিয়ার পুত্র নুরুল ইসলাম সোহাগ ভুয়া কাগজপত্র তৈরি করে শিপনের পরিবারকে মামলা-হামলা ও মিথ্যা সংবাদ প্রচার করে হয়রানি করে আসছে। এ সম্পত্তি নিয়ে বারবার গ্রাম আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত শিপনদের পক্ষে রায় থাকলেও সোহাগ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন শিপন। সর্ব শেষ এ সম্পত্তি নিয়ে ভুল তথ্য দিয়ে কুমিল্লা টিভি নামে একটি ফেসবুক পেইজ’সহ কয়েকটি প্রচার মাধ্যমে মিথ্যা অপপ্রচারেরও অভিযোগ করেন তিনি। সোহাগ ও তার লোকজনের হয়রানি থেকে রক্ষা পেতে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।