পিরোজপুরের মঠবাড়িয়ায় ১০ ফেব্রুয়ারী বুধবার রাতে অভিযান চালিয়ে জাকারিয়া খান (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জাকারিয়া উপজেলার ভেচকী (সুর্যমনি) গ্রামের সেকেন্দার আলী খানের পুত্র। থানা পুলিশের এস আই জাফর জানান, ভেচকী (সুর্যমনি) এলাকায় মাদক বেচা কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তেতে এক দল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ১৪ পিচ ইয়াবাসহ জাকারিয়াকে আটক করি। এ সময় তার সাথে থাকা অন্য মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যায়। জাকারিয়ার দেহ তল্লাসি করে ১৪ পিচ ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, মাদক ব্যবসায়ী জাকারিয়াকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়।