রংপুরে প্রথম ডোজের করোনা ভ্যাকসিন গ্রহণ করলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড: রেজাউল করিম রাজু ও তার সহ-ধর্মীনী কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক বিনতে হুসাইন নাসরিন বানু।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড কোয়ারেন্টাইন সেন্টারে এ ভ্যাকসিন নেন তারা। ভ্যাকসিন নিয়ে উভয়ে ভালো আছেন বলে জানিয়েছেন।
এসময় জেলা আ'লীগের সাধারন সম্পাদক এ্যাড: রেজাউল করিম রাজু বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশে করোনা পরিস্থিতি মোকাবিলার অন্যতম কর্মসূচি হিসেবে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ সারাদেশে পৌঁছে দিয়েছে। সকালে ভ্যাকসিন নেওয়ার পর এখন পর্যন্ত আমি এবং আমার সহধর্মীনির কোন ধরনের শারীরিক সমস্যা হয়নি। তিনি আরও বলেন,দেশের মানুষ এখন অনেক সচেতন।করোনা ভ্যাকসিন নিয়ে অপ-প্রচার ও উষ্কানিমূলক কথা কানে না নিয়ে মানুষ ভ্যাকসিন গ্রহণ করছেন। স্বাস্থ্য বিধি মেনে টিকা গ্রহণ করার জন্য রংপুরবাসীর প্রতি আহবান জানান তিনি।