খুলনার পাইকগাছায় চিংড়ি ঘেরে বাঁধ কেটে রাতের আঁধারে বাসা পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার খালিয়ার চক গ্রামে। ঘের মালিক নৃপেন্দ্র নাথ মন্ডলের অভিযোগ স্থানীয় বিকাশ মন্ডল ও তার সহযোগিরা বুধবার রাতে ঘেরে অবৈধভাবে বাঁধ দেবার সময় বাসা পুড়িয়ে দিয়েছে। তিনি আরো জানান, ডিডমূলে ৫০ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে চিংড়ি ঘের করে আসছি। এ ঘের ভুক্ত ১৩২ ও ২২৪ খতিয়ানে ৯০৮, ৯০৯, ২১২ সহ ৯টি দাগে ২ একর ২৬ শতক ভিপি সম্পত্তি রয়েছে। গ্রাম বাসিদের মধ্যে গোপাল মন্ডল, শংকর মন্ডল, জগদীশ মন্ডল, পঞ্চরাম মন্ডল ও দেবদাশ মন্ডলরা ডিসি আর মূলে হারির টাকা গ্রহণ করে থাকে। কিন্তু বর্তমান গেজেটে একই দাগ খতিয়ের ২ একর, ২৬ শতক সম্পত্তির স্থলে ৩ একর ১৬ লিপিবদ্ধ হলে শংকর মন্ডলের ভাই বিকাশ মন্ডল এ ৯ টি দাগ থেকে ১ বিঘা সম্পত্তি পৃথক মিস কেসে নতুন করে ডিসি আর নেওয়ায় বিরোধের সূত্রপাত হয়। স্থানীয় জমির মালিকরা জানান, ইজারার কথা বলে বিকাশের পরিবার বেশ কিছু দিন পূর্বে নৃপেন মন্ডলের ঘেরে বাঁধ দিতে গেলে পুলিশ ঘটনাস্থলে এসে দু'পক্ষকে মিমাংসা করে নেবার কথা বলেন। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সম্পাদক গোপাল মন্ডল জানান, বিকাশ মন্ডল নতুন ভিপি কেসে ডিসি আর নিলেও জমির পরিমাণ কিন্তু বাড়েনি। আমরা কয়েকটি পরিবার এ সম্পত্তি দীর্ঘদিন ধরে ডিসিআর মূলে ভোগ দখল করে আসছি। শংকর মন্ডল জানান, আমার ভাই বিকাশ মন্ডল নতুন করে ডিসি আর নিলেও ৯টি দাগে জমি পাবে ১৫ শতক। অথচ সে জোরপূর্ব ভাবে নৃপেন মন্ডলের ঘের থেকে দেড় বিঘার উপরে জমি বেঁধে নেওয়ার চেষ্টা করছেন যা সম্পূন্ন অবৈধ। ৫০ বিঘার ঘের থেকে ১৫ শতক জমি বাঁধা যায় কিনা? এ প্রশ্ন রেখে ঘের মালিক নৃপেন্দ্রনাথ মন্ডল বিকাশ গংদের বিরুদ্ধে ঘেরে রাতের আঁধারে বাঁধ-বন্ধির চেষ্টা ও আগুন দিয়ে বাসা পোড়ানোর অভিযোগ করেছেন। তবে বিকাশের পরিবার জানান নৃপেন মন্ডলের ঘের থেকে ডিসিআরের জমি যাতে বাঁধতে না পারি আগুনের ঘটনা তার ষড়যন্ত্র। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে এসআই শহীদ ঘটনাস্থল পরিদর্শন করে দু'পক্ষকে থানায় ডেকে পাঠিয়েছেন।