সেনবাগে কোভিড ১৯ এর টিকার নিবন্ধন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারীদের ফ্রি রেজিষ্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মজুমদার সেনবাগ উপজেলার নোয়াখালীর জেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যারাথনের অংশগ্রহণকারীদের রেজিষ্ট্রিশন কার্যক্রমের উদ্বোধন করেন। যা চলবে আমাগী রোববার পর্যন্ত।
নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, সেনবাগ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত করোনার ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বাষির্কীতে ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ কারীদের তিনদিন ব্যাপী ফ্রি রেজিষ্ট্রেশন করছে সেনবাগ উপজেলা স্কাউটস ও রোভার স্কাউটের সদস্যরা। আগামী ১৫ ফেব্রুয়ারী সেনবাগ উপজেলা পরিষদেল সামনে থেকে ওই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে।