ঝিনাইদহের কালীগঞ্জে বাস ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১২ জন।বুধবার বিকাল ৩টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের বারোবাজার নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৯ জন এবং হাসপাতালে নেবার পথে ১জন ও কোটচাঁদপুর নিজ বাড়িতে একজন মারা যায়। এর মধ্যে নারী ও শিশু রয়েছে।
নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে মুস্তাফিজুর রহমান (২২), ভাটপাড়া গ্রামের রনজিত দাসের ছেলে সনাতন দাশ (২৫), চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের আবদুর রশিদের মেয়ে রেশমা (২৬), আলমডাঙ্গা উপজেলার নাগদাহ গ্রামের জান্নাতুল বিশ্বাসের ছেলে ওয়ালিউল আলম শুভ (২৫), শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামের মৃত মহরম বিশ্বাসের ছেলে আবদুল আজিজ (৭৫), সদর উপজেলার নাথকুন্ডু গ্রামের আবদুল ওয়াহেদের ছেলে ইউনুস আলী (৩২), বাসের ড্রাইভার মাগুরা জেলার উজ্জ্বল হোসেন (৩৫), কোটচাঁদপুর উপজেলার হরিণদিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হারুনুর রশিদ সোহাগ (২৪), কালীগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের আবদুল আজিজ (২৬), যশোরের মনিরামপুর এলাকার শিলা খাতুন (২৮) ও ভাসুরের মেয়ে খাদিজা খাতুন (৭) ও সর্বশেষ নড়াইলের আবদুর রশিদ মোড়ল।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান জানান, নিহতদের মধ্যে ১১ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। নিহতদের প্রত্যেকের পরিবারকে ঝিনাইদহ জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। সর্বশেষ নড়াইলের আবদুর রশিদ মোড়লের মৃত্যুর সংবাদ পেয়েছি।