দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সমাজের মূল স্রােতধারা থেকে পিছিয়ে থাকা মেয়েদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিকল্পে মেডিকেল ক্যাম্প ও সুরক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে হাজীগ্রামস্থ মহিলা মাদ্রাসা ও হিন্দু সম্প্রদায়ের (দলিত) মেয়েদের সাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিকল্পে মেডিকেল ক্যাম্প ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাহবুবুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তণু,ক্লিনিক্যাল সাইক্লোজিস্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মিসেস ইসমত জেরিন, মেডিকেল কর্মকর্তা উপজেলা সাস্থ্য কমপ্লেক্স ডাঃ নাজমা জান্নাত, তথ্য কর্মকর্তা মিসেস সাইদা খাতুন। এছাড়াও মাদ্রাসা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, শিক্ষিকাসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই মাদ্রাসার মহিলা কমিটির সভাপতি মিসেস ফারহানা হালিম।