নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা রত্ন গর্ভা মা কামরুন নাহার খানমের অবসর জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে উত্তর শাহাপুর ইয়ং বয়েজ ক্লাব ও বিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার দুপুরে উত্তর শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমাম হোসেন মাসুদের সভাপতিত্বে ও পি টি এর সভাপতি আবদুল্ল্যাহ আল মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে সহকারী শিক্ষা কর্মকর্তা মো আরিফ হোসেন ও মোঃ আলী আজগর, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি এ এন এম শহিদুল্ল্যাহ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি উপজেলা মোঃ নুরুল্ল্যাহ, স্থানীয় ৪নং ওয়ার্ড মেম্বার মোশারফ হোসেন মিন্টু, উত্তর শাহাপুর ইয়ং বয়েজ ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রিয়াদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রীতি কণা শীল, সমাজসেবী হাবিব উল্ল্যাহ বক্তব্য রাখেন। পরে অতিথি, সহকারী শিক্ষক ও ক্লাবের সদস্য বৃন্দ সংবর্ধিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্ন গর্ভা মা কামরুন নাহার খানমের হাতে বিভিন্ন পুরষ্কার তুলে দেন।
উল্লেখ্য ঃ রত্ন গর্ভা মা কামরুন নাহার খানমের তিন সন্তান মেজবাহুল আযম শাকিল এম.বি.বি.এস,ডাক্তার, মেয়ে কানিজ ফাতেমা রোকসানা বে-সরকারী ব্যাংকে কর্মরত,ছেলে শামছুল আলম পিয়াল বি.এস.সি (সিভিল) ইঞ্জিনিয়ার ও স্বামী শাহাদাত হোসেন অবসরপ্রাপ্ত শিক্ষক।