নোয়াখালীর সেনবাগে করোনার টিকা ভ্যাকসিন গ্রহণের আগ্রহ বাড়ছে সাধারণ লোকজনের মাঝে। গত রোববার ৭ ফেব্রুয়ারি নোয়াখালী -২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের এমপি আলহাজ¦ মোরশেদ আলম করোনার ভ্যাকসিন টিকা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার পর প্রথমদিনে মাত্র ১০জন টিকা গ্রহণ করে। এরপর দ্বিতীয় দিন ৪০জন, তৃতীয় দিন ৮০ জন এবং বুধবার ৪র্থ দিন ২৮০ জন টিকা গ্রহণ করে। প্রথমদিন কোন সরকারি কর্মকর্তা -কর্মচারী টিকা গ্রহণ না লোকজনের মাঝে তেমন কোন আগ্রহ দেখা যায়নি। কিন্তু তৃতীয় দিন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও তার অধিনস্ত কর্মকর্তা কার্মচারীরা, সহকারী সহকারি কমিশনার (ভূমি) ,সেনবাগ থানা ও সেনবাগ প্রেসক্লাবের সাংবাদিকরা এবং স্বাস্থ্য কর্মীরা (কোভিড-১৯) করোনার টিকা ভ্যাকসিন গ্রহণ করার পর লোকজনের আতঙ্ক দূর হয়ে যায়। এরপর ৪র্থ দিন থেকে সাধারণ মানুষ টিকা নিতে হাসপাতালের টিকা দান বুথে দীর্ঘ লাইনের দাঁড়িয়ে টিকা গ্রহণ করে। এ সময় প্রচন্ড ভিড়ের সৃষ্ঠি হয়। নিদিষ্ঠ সময় বিকাল ৪টার পরও অনেকে টিকা নিতে এসে ফিরে যেতে দেখা গেছে। ইতোমধ্যে সেনবাগে ৯৪৭০ ডোজ করোনা ভ্যাকসিন এসে পৌছেছে।