আগামী ১৪ ফেব্রুয়ারির হোমনা পৌরসভা নির্বাচন অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। তিনি বলেন, ১৪ ফেব্রুয়ারি যে পৌর নির্বাচনটি হবে তা অত্যন্ত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগ নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার বেলা ১১টায় নির্বাচন কমিশনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিদ্বন্দ¦ী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে এক মতিবিনিময় সভায় মিলিত হন। শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ইভিএম পদ্ধতিতে পরিচিত করে তুলতে কোনো রকম পূর্ব প্রশিক্ষণ কিংবা প্রচার প্রচারণার অভাবে সঠিকভাবে ভোট প্রয়োগে কোনো সমস্যা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে নির্বাচন ব্যস্থা স্বচ্ছ করার জন্য ডিজিটালাইজড করার জন্য অনেক টাকা ব্যয়ে এই ইভিএম পদ্ধতির চালু করা হয়েছে। জনগণের আশঙ্কা কাটানোর জন্য প্রার্থিদের বলেছি, ইউটিউব থেকে ডাউনলোড করে দেখানোর জন্য। যারা না বুঝবে তারা আগামী ১২ ফেব্রুয়ারি কেন্দ্রে গিয়ে ভোটদানের পদ্ধতি জেনে আসতে।
কুমিল্লার হোমনা পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে আচরণবিধি প্রতিপালন ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), কুমিল্লা ১০ বর্ডারগার্ড ব্যাটালিয়ন মো. গোলাম ফজলে রাব্বী (পিএসসি), কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার, কুমিল্লা এনএসআই যুগ্ন-পরিচালক জিএম আলিম উদ্দিন, কুমিল্লা র্যাব-১১ কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুল সাকিব, কুমিল্লা আনসার ওভিডিপি জেলা কমান্ড্যান্ট মো. মোস্তাক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে।
উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিদুল দেওয়ানের সঞ্চালনায় মতবিনিময়ে অংশ নেন হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল করিম, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, আওয়ামী লীগ মনোনীত পৌর মেয়র প্রার্থী অ্যাড. মো. নজরুল ইসলাম, বিএনপি মনোনীত আবদুল লতিফ ও ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত মুফতি আবদুল হাকিম প্রমুখ।