বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ছোট ভাই আবদুল কাদের মির্জা বলেন, আমাদের সিরাজপুর এর গ্যাসক্ষেত্রের নাম কে দিয়েছে জানেন? একরুল করিম চৌধুরী, হায়রে ক্ষমতা। চৌধুরী মিয়াজির ক্ষমতা চিরকাল থাকে না। আপনারা ঐক্যবদ্ধ হলে এই গ্যাস ক্ষেত্রের নাম কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর হবে। আমাদের কাছে ভাবতে অবাক লাগে, আমরা কত অসহায়- আমাদের গ্যাস ক্ষেত্রের নাম সুন্দলপুর! আমরা কখনো মেনে নিতে পারি না। আগামী তিন মাসের মধ্যে বসুরহাট পৌরসভা ও কবিরহাট পৌরসভা যদি গ্যাস সংযোগ দেওয়া না হয়, তাহলে আমি জাতীয় গ্রিডে গ্যাস সংযোগ বন্ধ করে দিব। প্রয়োজনে আমি একা আন্দোলন করবো আমাদের এলাকার গ্যাস আমাদের জনগণকে দিতে হবে এটা আমাদের দাবি। মির্জা বলেন, আমার দিকে অস্ত্র তাক করে রেখেছে, উত্তর দিক থেকে ও পশ্চিম দিক থেকে।
তিনি গত মঙ্গলবার সন্ধ্যায় ১নং সিরাজপুর ইউনিয়ন আ.লীগ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে তাঁকে দেওয়া এক গণ সংবর্ধনায় এসব কথা বলেন।
সিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান সদ্য বিজয়ী বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে। সংবর্ধনা অনুষ্ঠানে সিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মাইন উদ্দিন পলাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিকন 'র সঞ্চালনায় ওই সভায় বক্তব্য রাখেন, সিরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নুরনবী চৌধুরী, কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান পারভীন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কমিশনার আবুল খায়ের, আ.লীগ নেতা মজিবুর রহমান মোহন, কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমা বেগম শিফা, বসুরহাট পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন মুরাদ, সাধারণ সম্পাদক ফরিদা আক্তার মুক্তা, আওয়ামী লীগ নেতা মালেক বিএসসি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তাশিক মির্জা, সিরাজপুর ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মী ও ওয়ার্ড মেম্বারবৃন্দ।
কাদের মির্জা আরো বলেন, বৃহত্তর নোয়াখালীতে ৩ জন নেতা আছে তাদের মধ্যে আওয়ামী লীগের ওবায়দুল কাদের, বিএনপির ব্যারিষ্টার মওদুদ আহমেদ, জামায়াতের নাছির মিয়া। আমারা ঢাকায় মানুষের কাছে পরিচয় দিতে পারি আমরা অমুক নেতার এলাকার লোক। এই ৩ নেতা আমাদের গর্ব, এরা ছাড়া আর কোন বড় নেতা আছে বৃহত্তর নোয়াখালীতে, এই নেতারা মারা গেলে পরে বুঝবেন এরা আমাদের জন্য অনেক কিছু ছিল।
যুব সমাজের বিষয়ে কাদের মির্জা বলেন, আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে, রাতের আঁধারে কারা মদ খায়, কারা জুয়া খেলে, এখানেও অনেকজন আছেন, সব আমার কাছে তথ্য আছে। আমি সময় দিচ্ছি যত দ্রুত পার খারাপ পথ থেকে তোমরা বেরিয়ে আসো, না হয় আমি মাদকের বিরুদ্ধে ও জুয়ার বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নিতে বাধ্য থাকিব।উন্নয়ন সম্পর্কে মির্জা কাদের বলেন, বর্তমানে আওয়মীলীগ সরকারের সময় ব্যাপক উন্নয়ন হয়েছে সবকিছু দৃশ্যমান, আপনারা দেখেন আজকে এমন কোন রাস্তা ঘাট পোল কালভার্ট স্কুল-কলেজ-মাদ্রাসা, মক্তব, মসজিদ নাই যে উন্নয়ন হয়নি। আপনারা দেখেছেন, ২ কোটি টাকা ব্যয়ে মুছাপুর ক্লোজার নির্মাণ করেছে। দক্ষিণের নদী শাসন করে ৪৫০ কোটি টাকা ব্যয় প্রকল্পের কাজ করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহির মাধ্যমে, এই উন্নয়নের কথাগুলো আমরা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আওয়ামী লীগ বাকী ৩ বছর ক্ষমতায় থাকলে কোম্পানীগঞ্জে আর কোন উন্নয়ন বাকী থাকবেনা। অপরদিকে কোম্পানীগঞ্জের বসুরহাটে মেঘা প্রজেক্টের অধীনে বাইপাস সড়ক ও জোরালগঞ্জ সড়ক, মুছাপুর রেগুলেটরের কাজ উল্লেখযোগ্য।
পদ্মা সেতু বিষয়ে কাদের মির্জা বলেন, আজকে দেখেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে, যেখানে ব্যয় হয়েছে প্রায় ৩০ হাজার কোটি টাকারও বেশি। বিশ্বব্যাংক কাজ শুরু করার আগেই বলেছিল দুর্নীতি হয়েছে, তারা তাদের টাকা উঠিয়ে নিয়ে গেছে প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের চ্যালেঞ্জ করে দিয়েছে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করে দেখিয়ে দিয়েছে আর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তা দেখিয়ে দিয়েছে আমরাও পারি।