ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৩টি বিদ্যালয় ও ১টি মাদ্রাসার দশম শ্রেণীর শতাধিক ছাত্রির অংশগ্রহনে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও বাল্য বিবাহ প্রতিরোধে কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাহারুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে সুমাইয়া আক্তার তন্নী ও সামিয়া রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী।বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার, মেডিকেল কর্মকর্তা ডাঃ বিলকিস হাবিব,মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস ,প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম, অধ্যক্ষ মাওলানা মোঃ ইলিয়াছ মিয়া,সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলমগীর মিয়া,প্রধান শিক্ষক শহীদুল হক,কাজী আতাউর রহমান গিলমান,হাবিবুর রহমান শেখ,পৃথ্বীশ রঞ্জন পোদ্দার,ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আকতার হোসেন ভুঁইয়া। বক্তব্য রাখেন স্বর্ণ কিশোরী দিপ্তী চৌধুরী ও শাহারিয়া আজমেরী রুদশী। সমাবেশে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়,শ্রীঘর এস ই এস ডি পি মডেল হাই স্কুল,বিজয়লক্ষী স্কুল এ- কলেজ ও দাতঁমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রিরা অংশগ্রহণ করেন।