ফুল নগরী নামে খ্যাতি পেয়েছে কালীগঞ্জ। কালীগঞ্জ উপজেলা থেকে সারাদেশে পাঠানো হয় বিভিন্ন রকমের ফুল। বাংলাদেশে ফুলের অর্ধেক চাহিদা পূরণ করে থাকে। আসছে বিশ্ব ভালবাসা দিবস, একুশে ফেব্রুয়ারি ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ক্ষেতের ফুল পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছেন কালীগঞ্জের ফুলচাষী। প্রায় দুই থেকে আড়াই কোটি টাকার ফুল বিক্রি হতে পারে তাদের ক্ষেত থেকেই। বিশেষ করে সামনে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনইটাইন দিবস। এ কারণে চাষিরা তাদের ফুল তুলে ঢাকা, চট্রগ্রাম এলাকায় পাঠানো শুরু করেছে বেশি দামে বিক্রি করার জন্য।
কালীগঞ্জে চাষ হওয়া ফুলের মধ্যে রয়েছে, লিলিয়াম, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, গোলাপ, চন্দ্র মল্লিকা, গাঁদা ফুলসহ বিভিন্ন রকমের ফুল। কালীগঞ্জের বড় ফুলচাষী ত্রিলোচনপুর গ্রামের ফুলচাষীরা জানান, দক্ষিন এলাকার মানুষ যখন টাকা লগ্নি করে তখন এলাকার মানুষ দেউলিয়া হয়ে পড়ে সে সময় থেকে তারা ফুল চাষের জড়িত হন।
ফুল চাষী ও ব্যবসায়ী টিপু সুলতান জানান, তিনি ৩০ বছর ধরে ফুলের সাথে জড়িত। সর্ব প্রথম গ্লাডিওলাস দিয়ে ফুলের চাষ শুরু করেন। এরপর জারবেরা ফুলের আবাদ করেন। সর্বশেষ গত ২০১৭ সালে নেদারল্যান্ডের ফুল লিলিয়ামের চাষ করেন। নেদারল্যান্ড থেকে ২৯ লাখ টাকা দিয়ে ৬০ হাজার পিচ লিলিয়াম ফুলের বীজ আনেন। কিন্তু সময় মত ফুল না উঠায় সে বছর তিনি তেমন ভাবে ফুল বিক্রি করতে পারেনি। গত ৪ বছর তিনি লিলিয়াম ফুল বিক্রি করছেন। তার ফুলের আবাদ দেখার জন্য রয়েছে ৪ জন স্থায়ী কর্মী। ফুলের পরিচর্যা, সেচ, সার, ওষুধ, পরিবহনসহ তার প্রতি বছরে ব্যয় হয় ২৪ থেকে ২৫ লাখ টাকা। বছরে তিনি অর্ধ কোটি টাকার ফুল বিক্রি করেন বলেও জানান। ব্যয় বাদে তার বছরে লাভ থাকে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা। বর্তমানে কালীগঞ্জ উপজেলা থেকে দুই দিবসে দুই থেকে আড়াই কোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনা রয়েছে বলেও দাবি করেন তিনি। বর্তমানে কালীগঞ্জ উপজেলায় ২৫ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির ফুলের চাষ রয়েছে। এর আগে ফুলের চাষ ছিল প্রায় ৭৫ হেক্টর জমিতে, কিন্তু আম্ফান ঝড়ের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জানান,বর্তমানে সামনে দুটি দিবস উপলক্ষে এলাকার ফুল চাষিরা খুবই ব্যাস্ত রয়েছে।