আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে লাকসাম থানা পুলিশ মাসব্যাপী অভিযানে বিভিন্ন মামলায় ৬৩ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায় বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ভাগ হয়ে জানুয়ারি মাস ব্যাপি পৌরশহরসহ উপজেলার সর্বত্র বিশেষ অভিযান পরিচালনা করে। বিজ্ঞ আদালতের সিআর ও জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ৪৪ জন, আদালতের সাজাপ্রাপ্ত ৬ জন, ২৯০ ধারায় ২ জন, মাদক মামলায় ২ জন, নিয়মিত মামলার আসামি ৯জনসহ ৯টি নানাহ অভিযোগে মামলার নিঃস্পত্তির আসামীসহ ৬৩ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া পুলিশ অভিযানে ৭ মামলার ১ আসামি এবং মাদক ও চোরাই মালামাল উদ্ধার করেছে।
অপরদিকে এলাকার পারিবারিক ঝগড়া-বিবাদ, নারী নির্যাতন ও জমি- জমা সংক্রান্ত বিরোধসহ নানান অভিযোগে থানা পুলিশের গোল ঘর ও ইউনিয়ন গুলোর গ্রাম্য আদালতে প্রায় ৬০/৬২টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। লাকসাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশ পৌর শহরের দৌলতগঞ্জ বাজার এলাকায় বিভিন্ন ফার্নিচার কারখানা ও হোমিওপ্যাথী ফার্মেসীতে অভিযান চালিয়ে ওইসব প্রতিষ্টানের মালিক ও চিকিৎসকদের এ্যালকোহল, স্পিরিট ও মিথানল নামক মাদকপন্য বিক্রির ক্ষেত্রে প্রথম বারের মত সতর্ক করেছে।
এ ব্যাপারে লাকসাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ তোফাজ্জল হোসেন বলেন লাকসাম থানায় যে পুলিশ সদস্য রয়েছে তা এলাকার জনসংখ্যার তুলনায় অপ্রতুল। সে ক্ষেত্রে এলাকার বিভিন্ন অপরাধীদের খুঁজে পেতে থানা পুলিশকে সার্বিক ভাবে সকল শ্রেনি পেশার মানুষকে সহযোগিতার হাত বাড়াতে হবে। মানুষের নিরাপত্তা ও স্থানীয় থানা পুলিশের সংখ্যা বাড়ানোর দাবী জানান তিনি।