মহামারী করোনা ভাইরাসের হটস্পট জয়পুরহাটের কালাই উপজেলা। এই উপজেলাবাসি সকলকে ভ্যাকসিন নেয়া জরুরি বলে মনে করেন কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন পারভেজ। আমাদের প্রধানমন্ত্রী প্রচেষ্টায় পৃথিবীর অনেক দেশের আগে আমরা টিকা পেয়েছি। আমি একজন ইউএনও হিসেবে টিকা নিতে পেরে খুব আনন্দিত ও গর্বিত। বুধবার দুপুরে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনে ভারত সরকারের উপহার দেওয়া অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকা নেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যারা টিকা নেওয়ার জন্য আবেদন করেছেন তারা পর্যায়ক্রমে টিকা গ্রহণ করবেন। আর যারা এখনও টিকা নিতে মনে নানা জল্পনা-কল্পনা করছেন ও ভয় পাচ্ছেন তারা ভয়কে দূরে ঠেলে করোনার টিকা গ্রহন করে নিজেকে সুরক্ষিত থাকুন। তিনি সবাইকে দ্রুত করোনার ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন।
এইসময় উপস্থিত ছিলেন, কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের মো.তানভীর হোসেন, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আশিক আহমদ জেবাল বাপ্পী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মো. ইমতিয়াজ জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মো. নুর আলম ও উপজেলা এমটি (ইপিআই) কর্মকর্তা মো. ছায়েম প্রমুখ।