যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অযাচিত ও অপ্রাসঙ্গিকভাবে জড়িয়ে আল-জাজিরা যে সংবাদ পরিবেশন করেছে তা দেশের জন্য মানহানিকর। প্রধানমন্ত্রীকে জড়িয়ে এ ধরনের ভুলে ভরা, মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ‘হলুদ সাংবাদিকতা’ মানা যায় না।
মঙ্গলবার দুপুরে যবিপ্রবির মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম অ্যাকাডেমিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এসব কথা বলেন।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, ‘অল দ্য প্রাইমিনিস্টারস মেন’ শিরোনামে আল-জাজিরার পরিবেশিত সংবাদে প্রধানমন্ত্রীকে রাজনৈতিকভাবে বহির্বিশে^ তাকে হেয় করার জন্য বিশেষ কারো ইশারায় এ ধরনের সংবাদ পরিবেশন করা হয়েছে। একটি বিশেষ কুচক্রীমহল দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাকে বাধাগ্রস্ত করার জন্য এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। যবিপ্রবি শিক্ষক সমিতি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একইসঙ্গে বাংলাদেশে আল-জাজিরার সম্প্রচার বন্ধ এবং এর পেছনে জড়িত ও মদদদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।
মানববন্ধনে আরও বক্তব্য দেন শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. এস এম নুর আলম, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. নাসিম রেজা, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, প্রক্টর ড. সেলিনা আক্তার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আলম হোসেন প্রমুখ। এ ছাড়া মানববন্ধনে যবিপ্রবি শিক্ষক সমিতির সহ-সাধারণ সম্পাদক ড. মো. আবদুর রউফ সরকার, কোষাধ্যক্ষ ড. মো. শাহেদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মেহেদী হাসান, নির্বাহী সদস্য কিশোর কুমার সরকার, ড. মো. ফরহাদ বুলবুল, মো. সুমন রহমান, ড. মো. হুমায়ুন কবিরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।